
ছবিঃ ঢাকার বিভিন্ন পয়েন্টে সুপেয় পানি বিতরণ
তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সপ্তাহব্যাপী সুপেয় পানি বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১৭ মে) কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল উক্ত কর্মসূচির উদ্বোধন করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্দেশনায় কর্মসূচির প্রথম দিনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্দোগে রাজধানীর পল্টন মোড়ে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, শামসুর রহমানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইমরান