
ছবি: সংগৃহীত
নামাজ আদায়ের আগে অনেকের মনে ওঠা এই প্রশ্নের উত্তর জানিয়ে ইসলামি বিশেষজ্ঞরা বলেছেন—ধূমপান অজু ভঙ্গের কারণ নয়।
তবে তারা সতর্ক করেছেন, ধূমপানের ফলে মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, তা নিয়ে নামাজে দাঁড়ানো অনুচিত। তাই একজন ব্যক্তি অজু করে একটি ওয়াক্তের নামাজ আদায় করার পর ধূমপান করলে তার অজু ভাঙবে না, কিন্তু মুখের দুর্গন্ধ থাকলে তা দূর করে পরবর্তী নামাজ আদায় করা উচিত।
ইসলামি পণ্ডিতদের মতে, ধূমপান শরীর থেকে বায়ু নিঃসরণের মতো অজু ভাঙার অন্তর্ভুক্ত নয়। তবে এটি শিষ্টাচারের পরিপন্থী এবং ইবাদতের সময় পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখার ব্যাঘাত ঘটাতে পারে।
ধূমপানের ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়, যা অন্য মুসল্লিদের জন্য অস্বস্তির কারণ হতে পারে। তাই নামাজে দাঁড়ানোর আগে মুখ ধুয়ে, ব্রাশ বা মিসওয়াক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসলামের দৃষ্টিতে ধূমপান নিজেই একটি ক্ষতিকর ও নিরুৎসাহিত কাজ। তবে শুধুমাত্র ধূমপান করায় অজু ভেঙে যায়—এমন ধারণা সঠিক নয় বলেই মত ইসলামি চিন্তাবিদদের।
ফারুক