ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

তাড়াশে নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

সংবাদদাতা,তাড়াশ, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২০:৩৮, ১৭ মে ২০২৫

তাড়াশে নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

ছবিঃ প্রতীকী অর্থে

সিরাজগঞ্জের তাড়াশে এক নৃত্যশিল্পী (২০) কে গণধর্ষণের অভিযোগে তাড়াশ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি কে গ্রেফতার করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৯ মে) রাতে উপজেলার তালম ইউনিয়নের রাতে রাণীর হাট হাইস্কুল মাঠে।

মামলা সূত্রে প্রকাশ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এক নৃত্যশিল্পী বিভিন্ন এলাকায় গান, ডিজে পার্টি করে জীবিকা নির্বাহ করে থাকেন। সেই সূত্রে পূর্ব পরিচিত রানীরহাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মো: কফিল উদ্দিন মেলার প্রোগ্রামের জন্য ডেকে পাঠান। সে সুবাদে রানীরহাট বাজারে আসে। এরপর বায়নার কথা বলে রানীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে কফিল উদ্দিন, রফিকুল ইসলাম ও এনামুল হক এনা নামের ব্যক্তি সহ ৪/৫ জন মিলে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে।

এ ঘটনায় আজ (১৭ মে) দুপুরে ওই নিত্যশিল্পী তাড়াশ থানায় বাদী হয়ে উল্লেখিত তিন ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই এজাহারভূক্ত আসামী রফিকুল ইসলামকে বগুড়া জেলার শেরপুর উপজেলার বেওয়াপাড়া গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তবে গ্রেফতারকৃত আসামী রফিকুল ইসলাম বলেন, সে নৃত্যশিল্পী নয় যৌনকর্মী। আমার সঙ্গে থাকা দুজন টাকা না দিয়ে পালিয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।

মামলার বাদী এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার উপর পাশবিক নির্যাতন হয়েছে। আমি এর যথাযথ বিচার চাই।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, মামলার সংশ্লিষ্ট এক আসামী কে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইমরান

×