
ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সচিবালয় অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হয়েছে। নগরভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা দুপুরের দিকে মিছিলসহ প্রেস ক্লাবের দিকে অগ্রসর হন।
মিছিলটি রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট থেকে প্রেস ক্লাব অতিক্রম করে পল্টনের দিকে অগ্রসর হয়। প্রেস ক্লাবের সামনের রাস্তা পুলিশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়, যেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ফলে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের পাশ দিয়ে পল্টন অভিমুখে অগ্রসর হন।
আন্দোলনকারীরা জানান, গেজেট প্রকাশ সত্ত্বেও এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হয়নি এবং তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, যা নিয়ে তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের কাছে জবাবদিহিতা দাবি করেন এবং দ্রুত শপথগ্রহণ ও দায়িত্ব হস্তান্তরের দাবি জানান।
আয়োজকরা জানান, মিছিল শেষে তারা নগরভবনের সামনে আবারও অবস্থান নেবেন এবং সেখানেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তাদের হুঁশিয়ারি, যদি অবিলম্বে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হয়, তবে সামনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসতে পারে।
সচিবালয়ের সামনের সড়কে উপস্থিত আন্দোলনকারীদের তৎপরতা ও দাবির কারণে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আঁখি