ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সীমান্তে কোটি টাকার চোরাই মালামাল জব্দ

সালাম মশরুর, সিলেট

প্রকাশিত: ১৭:০১, ১৭ মে ২০২৫; আপডেট: ১৭:০৩, ১৭ মে ২০২৫

সীমান্তে কোটি টাকার চোরাই মালামাল জব্দ

ছবি: জনকণ্ঠ

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৪৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিজিবির ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমিয়া এবং সোনালীচেলা বিওপি'র টহল টিম এ অভিযান পরিচালনা করে।

এসময় বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সোনপাপড়ি, বিস্কুট, চকলেট এবং গরু জব্দ করা হয়। এছাড়া অভিযান চলাকালে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশি বারকি নৌকাও জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার ২০ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, “আটককৃত চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শহীদ

×