
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি জানিয়েছেন, তার অভিনীত ওয়েব সিরিজ ‘অ্যালেন স্বপন টু’ নিয়ে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে মিথিলা বলেন, “অ্যালেন স্বপন টু নিয়ে দর্শকের কাছ থেকে প্রতিক্রিয়া ভালোই পাচ্ছি। আশা করি সামনে দর্শকের প্রতিক্রিয়া ভালো হলে ‘থ্রি’ হওয়ার সম্ভাবনাও থাকবে। দেখা যাক সেটা হয় কিনা।”
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘নারী মৈত্রীর যাত্রা’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মিথিলা। নারী অধিকার ও সমতার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমার সঙ্গে আরও অনেকে ছিলেন, যারা খুব স্বাভাবিকভাবে নারীর সমতা ও অধিকারকে প্রতিষ্ঠা করতে চান। আমি নিশ্চিত, আপনারাও সবাই একই চাওয়া পোষণ করেন। কারণ পৃথিবীর অর্ধেক নারী, অর্ধেক পুরুষ—যদি নারীরা পিছিয়ে থাকে, তাহলে এই পৃথিবী সামনে এগিয়ে যেতে পারবে না।”
নারী অধিকার নিয়ে তিনি আরও বলেন, “এটা খুব স্বাভাবিক, এটা কমন সেন্স যে নারী অধিকার নিয়ে এবং নারীর প্রতি যেন বৈষম্য না হয়, সেটা নিয়ে আমাদের সবাইকে কথা বলতে হবে।”
এছাড়া সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'জলে জ্বলে তারা'–তে অভিনয়ের জন্য পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন মিথিলা। তিনি জানান, “এই এওয়ার্ডটি পেয়েছি আমার ছবি ‘জলে জ্বলে তারা’র জন্য, যা ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। খুব কষ্ট করে কাজটি করেছি। সার্কাসে কাজ করে এমন একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। কষ্টের স্বীকৃতি পেলে ভালোই লাগে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=o2O0dOTZM98
এএইচএ