
প্রতীকী ছবি
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে প্রবল ঝড়-বৃষ্টিতে শতাধিক গাছপালা উপড়ে পড়েছে। এ সময় বজ্রপাতে বাড়ির পাশে ধান কাটতে যাওয়া মোঃ মর্তুজ আলী (৪০) নামে এক কৃষক ঘটনাস্থলে মারা যান। তিনি উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে। এছাড়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামের ফারুক মিয়ার বাড়িতে বজ্রপাতে একটি গাভী ও গাভীর বাচ্চা মারা গেছে। শনিবার বিকেল প্রায় ৩ টায় ঝড়ে এসব ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে- ঝড়ের তান্ডবে বিদ্যুতের খুঁটিসহ অসংখ্য গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন- প্রবল ঝড়ে গাছ ভেঙে গেছে। বজ্রপাতে এক কৃষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সরকারিভাবে তাকে সহযোগীতা করা হবে।
নোভা