ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদের আগে ৫ দফা মানা না হলে ঢাকায় ইফা শিক্ষকদের ঘেরাওয়ের হুমকি

তাহমিন হক ববী,নীলফামারী

প্রকাশিত: ২২:৪৭, ১৭ মে ২০২৫

ঈদের আগে ৫ দফা মানা না হলে ঢাকায় ইফা শিক্ষকদের ঘেরাওয়ের হুমকি

ইসলামী ফাউন্ডেশনের ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্প থেকে ৮৪ হাজার শিক্ষক-কর্মচারীদের পাঁচ মাসের বেতন-ভাতা প্রদান ও ৫ দফা দাবি আদায়ে নীলফামারীতে মানববন্ধন করেছে প্রকল্পের শিক্ষক-কর্মচারীরা। শনিবার (১৭ মে) বেলা ১১টায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন।

এতে বক্তৃতা দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, লাইব্রেরী সম্পাদক আনিছুর রহমান আজাদ, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা কমিটির সভাপতি মাও. নুরুন নবী, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি মাও. ময়নুল ইসলাম, সাধারন সম্পাদক আবু বক্কার সিদ্দিক প্রমূখ।

শিক্ষক-কর্মচারীরা দাবি জানুয়ারি-২০২৫ হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহার আগেই সবার বেতন ভাতা পরিশোধ করতে হবে। প্রকল্পে ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভুক্ত করতে হবে। ৭ম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায় প্রকল্পে স্থানান্তর, কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত এবং শিক্ষকদের সম্মানী-ভাতা বৃদ্ধি করার দাবি জানান তারা। ঈদের আগে বেতনভাতা পরিশোধ সহ ৫ দফা দাবি মানা না হলে সারা দেশের ইফা শিক্ষকরা ঢাকা ঘেরাও করতে বাধ্য হবে বলে বক্তারা হুসিয়ারী দেন।

মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন তারা। এসময় জেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কর্মরত শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নোভা

×