
ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৬৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই দামবৃদ্ধি আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৬৭ হাজার ৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা। সনাতন পদ্ধতির সোনার দামও বেড়ে প্রতি ভরি হবে ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা।
এর আগে, গত ২৩ এপ্রিল সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা বেড়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল (১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা)। তবে, গত ১৫ মে সোনার দাম কমে যাওয়ায় ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকায় নেমে আসে। আজ পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।
এদিকে, বাজুসের নতুন ঘোষণার ফলে আগামীকাল থেকে বাজারে হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৬৭ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকায় বিক্রি হবে। তবে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বাজুস।
সাব্বির