ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিসিআইতে কর্মশালা ভবিষ্যৎ অর্থনীতির স্বার্থে মেধাস্বত্ব সংরক্ষণ জরুরি

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:২০, ১৭ মে ২০২৫

বিসিআইতে কর্মশালা ভবিষ্যৎ অর্থনীতির স্বার্থে মেধাস্বত্ব সংরক্ষণ জরুরি

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেছেন, বাংলাদেশ শীঘ্রই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে রয়েছে। এই প্রেক্ষাপটে ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস তথা মেধাস্বত্ব সংরক্ষণ অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সক্ষমতা অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গতকাল শনিবার রাজধানীর বিসিআই মিলনায়তনে চেম্বার আয়োজিত বাংলাদেশে মেধাস্বত্ব আইন বিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পেটেন্ট, শিল্প-নক্সা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক মির্জা গোলাম সারোয়ার ও সাইদুজ্জামান এবং ইনটেলেকচুয়াল প্রপার্টি ইনোভেশন রিসার্চ নেটওয়ার্ক এশিয়া ও গ্লোবাল হেলথ অ্যাসেমব্লির কনসালটেন্ট অ্যাডভোকেট তাসলিমা জাহান। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিসিআই পবিচালক মো. শহীদুল ইসলাম নিরু, নাজমুল আনোয়ার ও যেয়াদ রহমান প্রমুখ।

প্যানেল

×