ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

চামড়া শিল্পের উন্নয়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:১৭, ১৭ মে ২০২৫

চামড়া শিল্পের উন্নয়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান

কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে মতবিনিময় সভায় আয়োজন করেছে চামড়াশিল্প রক্ষা কমিটি। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি চামড়া শিল্পকে উন্নয়নের লক্ষ্যে সরকারকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করার প্রতি জোর দাবি জানান। অন্যথায় চামড়া শিল্প রক্ষা কমিটি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

প্যানেল

×