
ট্রেড লাইসেন্স সহজীকরণসহ এসএমই উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করবে সরকার। শনিবার এসএমই নীতিমালা ২০২৫-এর খসড়া নিয়ে রাজশাহীতে এসএমই ফাউন্ডেশন এবং আইএলও বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সংলাপে এ কথা বলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।
তিনি বলেন, এসএমই উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশন রাজশাহীতে ডিসপ্লে সেন্টার তৈরির উদ্যোগ সহায়তা করবে শিল্প মন্ত্রণালয়।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংলাপে আরও বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি এবং জেলা প্রশাসক আফিয়া আখতার এবং আইএলও বাংলাদেশের হেড অব প্রোগ্রাম গুঞ্জন ডালাকোটি।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, এসএমই ফাউন্ডেশন দেশের ৬৪ জেলায় প্রায় দুই লাখ সিএমএসএমই উদ্যোক্তাকে সরাসরি সেবা দেওয়ার পাশাপাশি ১১ হাজারের বেশি উদ্যোক্তাকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণ করেছে। আমাদের বিশ্বাস, এসএমই নীতিমালা ২০২৫ বাস্তবায়িত হলে দেশের লাখো সম্ভাবনাময় উদ্যোক্তা উপকৃত হবেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, এসএমই খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড। এই খাতকে সহায়তা করলে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতিও।
প্যানেল