
ছবি : প্রতীকী
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভায়াগ্রা পাউডার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) দুপুরে বেনাপোল বাজারে চারটি বস্তায় থাকা ২০১ দশমিক ৫ কেজি (৫ মণ) ভায়াগ্রা পাউডার জব্দ করা হয়।৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।
বিজিবি জানায়, চোরাকারবারিরা একটি বড় চালান ভ্যানে করে এনে কুরিয়ারে বুকিং দিতে এসএ পরিবহণের সামনে পাকা রাস্তায় নিয়ে আসে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা চারটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে বিজিবি বস্তাগুলো খুলে দেখতে পায়, তাতে ভায়াগ্রা পাউডার রয়েছে। ধারণা করা হচ্ছে, এই নিষিদ্ধ ওষুধের চালানটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের অন্যত্র পাঠানো হচ্ছিল।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, 'মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।'
সা/ই