ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশের মেয়েরা ‘ডিফারেন্ট মাইন্ড’, সবাই আমাকে হিংসা করে: মারিয়া মিম

প্রকাশিত: ১৯:৩৪, ১৭ মে ২০২৫

বাংলাদেশের মেয়েরা ‘ডিফারেন্ট মাইন্ড’, সবাই আমাকে হিংসা করে: মারিয়া মিম

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন বিজয় টিভিকে। উপস্থাপকের নানা প্রশ্নের জবাবে উঠে আসে তার ভাইরাল হওয়া, জনপ্রিয়তা, নারীসুলভ হিংসা ও ব্যক্তিগত চিন্তাভাবনা।

তবে মিমের সবচেয়ে বেশি আলোচিত হয় তার মেয়েদের নিয়ে দেওয়া বক্তব্য। উপস্থাপক প্রশ্ন করেন, “অনেক মেয়েই আপনাকে নিয়ে জেলাস, বিষয়টি কেমনভাবে দেখেন?” উত্তরে মারিয়া বলেন, “হ্যাঁ, আমি নিজের চোখেই দেখেছি। বাংলাদেশের মেয়েরা একটু ডিফারেন্ট মাইন্ডের। তারা হিংসা করে। এমনকি আমি কোনো অনুস্ঠানে গিয়ে কোন মেয়ের পাশে বসলেও আমি তাদের মধ্যে অন্যরকম একটা চাহনী দেখতে পাই। একটু অন্যরকম মানসিকতার। শুধু ছেলেরা নয়, এমনকি মেয়েরাও আমার দিকে তাকিয়ে থাকে কোথাও গেলে। এসব কারণেই বাংলাদেশে আমার কোনো মেয়ে ফ্রেন্ড নাই।”

উপস্থাপক মিমকে প্রশ্ন করেন— “আপনি যেখানেই যাচ্ছেন, ভাইরাল হয়ে যাচ্ছেন। মানুষ আপনাকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা করছে, কেমন লাগছে বিষয়টা?” জবাবে মারিয়া মিম বলেন, “আমার তো খুব ভালো লাগছে যে সবাই আমাকে এতটা পছন্দ করছে। প্রচুর পরিচিত এবং ফ্যান ফলোয়ার পেলেও এখনো সুপারস্টার হতে পারিনি, তবে ইনশাআল্লাহ শীঘ্রই হয়ে যাবো।”

আসিফ

×