ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির নতুন নেতৃত্ব পেল আটপাড়া উপজেলা

সঞ্জয় সরকার, নেত্রকোনা

প্রকাশিত: ১৯:১৬, ১৭ মে ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির নতুন নেতৃত্ব পেল আটপাড়া উপজেলা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা দ্বিবার্ষিক শাখার সম্মেলনে মো: মাছুম চৌধুরী সভাপতি ও রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শনিবার (১৭ মে) দীর্ঘ ১১ বছর পর উপজেলা সদরের অডিটোরিয়ামে কাউন্সিলরদের সরাসরি ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মাছুম চৌধুরী সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক এবং রফিকুল ইসলাম রফিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। 

উপজেলা বিএনপির আহ্বায়ক মাছুম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, মুজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদু প্রমুখ। উদ্বোধন পর্ব সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও সদস্যসচিব খসরু আহমেদ। 

জানা গেছে, সর্বশেষ ২০২৪ সালে আটপাড়া উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল। এরপর ২০১৪ সালে মাছুম চৌধুরীকে আহ্বায়ক ও খসরু আহমেদকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বানিয়াজান পাইলট উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করলেও আগেরদিন একই স্থানে স্বেচ্ছাসেবক লীগ পালটা কর্মসূচি ঘোষণা করে সম্মেলন স্থগিত করা হয়। এরপর আর সম্মেলন করতে পারেনি দলটি। 

শনিবার কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি ও ৪শ ৮৮ জন কাউন্সিলরের সরাসরি ভোটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। মাছুম চৌধুরী ৩৩৭ ও রফিকুল ইসলাম রফিক ২৫৩ ভোট পেয়ে জয়ী হন।

মিরাজ খান

×