ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মুম্বাইয়ের সিনেমা হলে প্রদর্শিত হবে বাংলাদেশি শর্টফিল্ম

প্রকাশিত: ১৮:১৯, ১৭ মে ২০২৫; আপডেট: ১৯:৫৬, ১৭ মে ২০২৫

মুম্বাইয়ের সিনেমা হলে প্রদর্শিত হবে বাংলাদেশি শর্টফিল্ম

ছবিঃ পরিচালকের ফেইসবুক থেকে সংগ্রহীত

হুমায়রা হান্নান স্নিগ্ধার পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "সন্দেশ" মুক্তির পর থেকেই যেন আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নিজের দ্যুতি ছড়াচ্ছে। গত ডিসেম্বরে ৬ষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ারের পর এই চলচ্চিত্রটি আর থামেনি।

পরিচালক হুমায়রা হান্নান জানান, মুক্তির পর গত চার মাসেই "সন্দেশ" যুক্তরাজ্য, কোরিয়া এবং ভারতের পাঁচটি স্বনামধন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন বিভাগে নির্বাচিত হয়েছে, যা নিঃসন্দেহে একটি দারুণ অর্জন।

মাত্র দশ মিনিটের এই ছবিতে হুমায়রা দুইজন নারীর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের একটি গল্প তুলে ধরেছেন। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহানা হামিদ আত্তি এবং সাহানা রহমান সুমি, যাদের সাবলীল অভিনয় দর্শক হৃদয়ে দাগ কাটে।

সম্প্রতি "সন্দেশ" ভারতের মুম্বাইয়ের মর্যাদাপূর্ণ কাশিস চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে। এই উৎসবের অংশ হিসেবে অন্যান্য নির্বাচিত চলচ্চিত্রের সাথে মুম্বাইয়ের সিনেপলিস সিনেমা হলে "সন্দেশ" প্রদর্শিত হবে। যদিও আয়োজকদের পক্ষ থেকে উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ ছিল, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে পরিচালকের এই যাত্রায় ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে "সন্দেশ"-এর এই নিয়মিত অংশগ্রহণ প্রমাণ করে যে, একটি শক্তিশালী গল্প এবং শৈল্পিক নির্মাণ ভাষার মাধ্যমে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বিশ্ব মঞ্চে নিজেদের স্থান করে নিতে পারে। হুমায়রা হান্নানের "সন্দেশ" নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত

সাব্বির

×