ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

স্বপ্নের গাড়ি ’মার্সিডিজ’ কিনলেন কৌশানী মুখোপাধ্যায়!

প্রকাশিত: ১৪:৪০, ১৭ মে ২০২৫

স্বপ্নের গাড়ি ’মার্সিডিজ’ কিনলেন কৌশানী মুখোপাধ্যায়!

ছবি : সংগৃহীত

একের পর এক সাফল্য ধরা দিচ্ছে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের হাতে। 'আবার প্রলয়', 'বহুরূপী' এবং 'কিলবিল সোসাইটি'র মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করার পর কৌশানীর অভিনয়জীবন বর্তমানে রয়েছে সাফল্যের শিখরে।

সম্প্রতি সেই সাফল্যের উদ্‌যাপনেই নিজেকে বড় উপহার দিলেন অভিনেত্রী। নিজের স্বপ্নের গাড়ি— বিলাসবহুল কালো রঙের মার্সিডিজ কিনলেন কৌশানী, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকার কাছাকাছি। নতুন গাড়ি বাড়িতে আনতে বাবার হাত ধরেই গিয়েছিলেন তিনি। পরে কেক কেটে আনন্দ ভাগ করে নিয়েছেন পরিবারের সঙ্গে। 

সোশ্যাল মিডিয়ায় গাড়ির ছবি ও ভিডিও নিজেই শেয়ার করেছেন কৌশানী। তারকা সহ অসংখ্য অনুরাগী শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অভিনেত্রীর জীবনের এই বিশেষ মুহূর্তে পাশে ছিলেন তাঁর প্রেমিক, অভিনেতা বনি সেনগুপ্ত।

কৌশানীর পোস্টে বনি লিখেছেন, ‘প্রিয়, আমি তোমার জন্য গর্বিত। আরও অনেক সাফল্য আসবে। এভাবেই এগিয়ে চলো।’

তবে, নেটিজেনদের একাংশের দাবি— কৌশানীর লাগাতার সাফল্যে বনি নাকি ঈর্ষান্বিত! যদিও এই বিষয়ে অভিনেতার স্পষ্ট ভাষায় প্রতিক্রিয়া, ‘আমি কৌশানীকে হিংসা করি না। বরং ওর সাফল্য আমিও উদ্‌যাপন করি।’

২০১৫ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবি দিয়ে টলিউডে পা রাখেন কৌশানী। তারপর ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘হইচই আনলিমিটেড’, ‘জানবাজ’, ‘শুভ বিজয়া’, ‘প্রজাপতি’— একের পর এক ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি।

তবে কৌশানীর ক্যারিয়ারে নতুন মোড় আসে ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে মোহিনী মায়ের চরিত্রে অভিনয়ের পর। তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয় ব্যাপকভাবে।

অভিনয়জগৎ ছাড়াও রাজনৈতিক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে কৃষ্ণনগর কেন্দ্র থেকে লড়াই করেন কৌশানী, যদিও জয়ের মুখ দেখেননি।

এই মুহূর্তে একদিকে যেমন অভিনয় ও টেলিভিশন রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে বসে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তেমনই নিজের ব্যক্তিগত জীবন ও স্বপ্নপূরণের পর্বেও তিনি সমান উজ্জ্বল।

সা/ইসময়টা যেন স্বপ্নের মতোই কাটছে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের জন্য। একের পর এক সাফল্য ধরা দিচ্ছে তাঁর হাতে। ’আবার প্রলয়’, ’বহুরূপী’ এবং ’কিলবিল সোসাইটি’র মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করার পর কৌশানীর অভিনয়জীবন বর্তমানে রয়েছে সাফল্যের শিখরে। সম্প্রতি সেই সাফল্যের উদ্‌যাপনেই নিজেকে বড় উপহার দিলেন অভিনেত্রী। নিজের স্বপ্নের গাড়ি— বিলাসবহুল কালো রঙের মার্সিডিজ কিনলেন কৌশানী, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকার কাছাকাছি। নতুন গাড়ি বাড়িতে আনতে বাবার হাত ধরেই গিয়েছিলেন তিনি। পরে কেক কেটে আনন্দ ভাগ করে নিয়েছেন পরিবারের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় গাড়ির ছবি ও ভিডিও নিজেই শেয়ার করেছেন কৌশানী। তারকা সহ অসংখ্য অনুরাগী শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অভিনেত্রীর জীবনের এই বিশেষ মুহূর্তে পাশে ছিলেন তাঁর প্রেমিক, অভিনেতা বনি সেনগুপ্ত। কৌশানীর পোস্টে বনি লিখেছেন, ‘ডার্লিং, আমি তোমার জন্য গর্বিত। আরও অনেক সাফল্য আসবে। এভাবেই এগিয়ে চলো।’ তবে, নেটিজেনদের একাংশের দাবি— কৌশানীর লাগাতার সাফল্যে বনি নাকি ঈর্ষান্বিত! যদিও এই বিষয়ে অভিনেতার স্পষ্ট ভাষায় প্রতিক্রিয়া, ‘আমি কৌশানীকে হিংসা করি না। বরং ওর সাফল্য আমিও উদ্‌যাপন করি।’ ২০১৫ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবি দিয়ে টলিউডে পা রাখেন কৌশানী। তারপর ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘হইচই আনলিমিটেড’, ‘জানবাজ’, ‘শুভ বিজয়া’, ‘প্রজাপতি’— একের পর এক ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি। তবে কৌশানীর ক্যারিয়ারে নতুন মোড় আসে ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে মোহিনী মায়ের চরিত্রে অভিনয়ের পর। তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয় ব্যাপকভাবে। অভিনয়জগৎ ছাড়াও রাজনৈতিক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে কৃষ্ণনগর কেন্দ্র থেকে লড়াই করেন কৌশানী, যদিও জয়ের মুখ দেখেননি। এই মুহূর্তে একদিকে যেমন অভিনয় ও টেলিভিশন রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে বসে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তেমনই নিজের ব্যক্তিগত জীবন ও স্বপ্নপূরণের পর্বেও তিনি সমান উজ্জ্বল।

×