
অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়া ও অভিনেতা শামীম হাসান সরকারের শুটিং সেটে সংঘটিত বাগ্বিতণ্ডা অভিযোগ নিষ্পত্তির জন্য অভিনয় শিল্পী সংঘ একটি কমিটি গঠন করেছিল! কমিটি দুজনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করে। আলোচনা শেষে প্রিয়াংকা ও শামীম নিজেদের ভুল বুঝতে পারেন। শামীম হাসান সরকার গালাগাল ও দুর্ব্যবহারের অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে ধর্ষণের অভিযোগ প্রিয়াংকার পক্ষ থেকে ঠিক হয়নি বলে জানানো হয়।
অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ দুজনকেই ডেকে আলোচনা করে! বৃহস্পতিবার সালিস শেষে শামীম জানান, ভবিষ্যতে কোনো সহশিল্পীর সঙ্গে এমন খারাপ ব্যবহার আর ঘটবে না।
প্রিয়াংকাও বলেন, ‘অভিনয়শিল্পী সংঘকে না জানিয়ে বিষয়টি বাইরে নিয়ে আসা ঠিক হয়নি। আমার উচিত ছিল সংগঠনের সাহায্য নেওয়া।’
সজিব