ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঐ আইনজীবীর কোন কাজ নাই বলে উকিল নোটিশ পাঠিয়েছে: মারিয়া মীম

প্রকাশিত: ০০:২৬, ১৭ মে ২০২৫

ঐ আইনজীবীর কোন কাজ নাই বলে উকিল নোটিশ পাঠিয়েছে: মারিয়া মীম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘সেলিব্রেটি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫’ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ক্রিকেট মাঠে উপস্থাপন ভঙ্গি ও পোশাক সংক্রান্ত নানা অভিযোগে লিগের কয়েকজন মেন্টরের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন।

এই অভিযোগে যাদের নাম এসেছে তাদের মধ্যে অভিনেত্রী ও মডেল মারিয়া মিম রয়েছেন। এ সম্পর্কে একটি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঐ আইনজীবীর কোন কাজ নাই বলে উকিল নোটিশ পাঠিয়েছে।

মারিয়া মিম আরও বলেন, শুধু যে আমি ভাইরাল হয়েছি তা না। অনেকেই হয়েছে বাট নোটিসটা যে দিয়েছে সে এখানে কিন্তু আমার কোন দোষ নেই। বা আমরা যারা ছিলাম সেখানে কারো দোষ নেই। এখন কিছু মোবাইল সাংবাদিকরা যদি ওখানে যে আমাদের পার্সোনাল ভিডিও করে সেটা তো আর আমাদের কিছু করার নেই। যখন আমরা খেলার মাঠে খেলতে যাই তখন কিন্তু আমরা জার্সি পরে যাচ্ছি।  আমরা কোথায় কি পড়ে যাব এটা তো আমাদের পার্সোনাল বিষয়। কোন দোষ নয়।

তিনি আরও বলেন, এটা উদ্দেশ্য প্রণোদিত কিছু হয়েছে কিনা এখন এটা আমি তো বলতে পারবো না। আসলে আমি তাকে চিনি না। বাট আমার মনে হচ্ছে তার আসলে কোন কাজ নেই। কাজ থাকলে তো আরো আরো অনেকেই আইনজীবী আছে। তারা তো আসলো না। তাহলে সে কেন আসলো? 

সূত্রঃ https://www.facebook.com/Globaltvbd/videos/699516149692609/

ইমরান

×