ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

মাহতিম-তারান্নুমের নতুন গান প্রকাশ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:১২, ১৬ মে ২০২৫

মাহতিম-তারান্নুমের নতুন গান প্রকাশ

.

‘তোমার টানে’ শিরোনামের নতুন গানে দ্বৈতকণ্ঠ দিলেন এ প্রজন্মের শিল্পী মাহতিম সাকিব ও তারান্নুম আফরিন। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ভারতের  সৌরভ বাবাই চক্রবর্তী। মিউজিক ভিডিওসহ গানটি শুক্রবার শিল্পী তারান্নুম আফরিনের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শুভ্র  মেহরাজ। আর এতে মডেল হিসেবে কাজ করেছেন কামরুল ও জিনাত। এর আগেও এ জুটির গান প্রকাশ হয়ে প্রশংসিত হয়েছে। এবারের  রোমান্টিক এ গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, রোমান্টিক হলেও বেশ ভিন্ন কথা-সুরের গান এটি। গানটি যখন শুনি তখনই ভালো লেগে যায়। গানটি এবার প্রকাশ  পেল। আমার বিশ্বাস ‘তোমার টানে’ সবার ভালো লাগবে।
এদিকে গানটি প্রসঙ্গে তারান্নুম আফরিন বলেন, বেশ প্রত্যাশা নিয়ে গানটি  তৈরি করা। অনেক মানুষের শ্রম রয়েছে গানটিতে। প্রত্যেকেই নিজের  সেরাটা  দেওয়ার  চেষ্টা করেছেন।  রোমান্টিক এ গানটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস। গানটির সংগীত পরিচালক কলকাতার  সৌরভ বাবাই চক্রবর্তী বলেন, শিল্পী, গীতিকবি, মিউজিশিয়ানসহ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা। ভালো একটি কাজ করার  চেষ্টা করেছি মাত্র। এখন গানটি শ্রোতাদের ভালো লাগলেই সেটা সার্থকতা আমাদের। গানটির গীতিকবি বলেন, একটি ভালো গান  তৈরির  চেষ্টা ছিল। সেখান থেকেই গানটি লেখা। সৌরভ দাদা অসামান্য সুর করেছেন।

প্যানেল

×