
.
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম এ আসরে এবার সিনেমা, রেড কাপের্ট এবং উৎসবের আলোর ছটা ছাপিয়ে সরব হয়েছে বিশ্ব রাজনীতি। আর তাইতো এ আসরে সম্মানসূচক স্বর্ণপাম হাতে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনায় একেবারে ধুয়ে দিয়েছেন অস্কারজয়ী বলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। পুরস্কার হাতে নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ৮১ বছর বয়সী অভিনেতা। সিএনএন ও ভ্যারাইটি লিখেছে, নিরোর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন ‘দিস বয়’স লাইফ’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় কার সহঅভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এ সময় ডিক্যাপ্রিওর গালে চুম্বন এঁকে দেন নিরো। ট্রাম্পকে সংস্কৃতিবিবর্জিত প্রেসিডেন্ট আখ্যা দিয়ে ডি নিরো বলেছেন, তিনি শিল্পের শত্রু। এছাড়া ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদ ধ্বনিও উচ্চারিত হয়েছে কানের আসরে। বিদেশী চলচ্চিত্রের ওপর ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাবিত শুল্কনীতির সমালোচনা করে নিরো বলেন, সৃজনশীলতার কোনো দাম হতে পারে না, কিন্তু ট্রাম্প তাতে কর বসাতে চান। অবশ্যই সেটি অগ্রহণযোগ্য। সহিংসতা নয়, বরং প্রবল আবেগ আর অঙ্গীকার নিয়ে প্রস্তাবিত শুল্ক নীতির প্রতিবাদ করতে হবে। ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ এবার কান উৎসবে জুরি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গেল মঙ্গলবার শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আগামী ২৪ মে, ওইদিন পুরস্কার ঘোষণা করা হবে। এবারে উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয় আমেলি বোনাঁর প্রথম সিনেমা ‘লিভ ওয়ান ডে’কে।