ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রেক্ষাগৃহে ‘জয়া আর শারমিন’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৯, ১৬ মে ২০২৫

প্রেক্ষাগৃহে ‘জয়া আর শারমিন’

.

অবশেষে মুক্তি পেল পিপলু আর খান পরিচালিত সিনেমা ‘জয়া আর শারমিন’। সিনেমাটি নির্মাণ হয় প্রায় পাঁচ বছর আগে। শুক্রবার মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি মিলল বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মাঝে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যানের এ ছবি। ছবিটি শুক্রবার থেকে দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী) এবং সীমান্ত সম্ভার (ঝিগাতলা)-এ। প্রতিদিন ৮টি করে প্রদর্শনী থাকছে সিনেমাটির। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, দর্শক ফিডব্যাকের ওপর শোয়ের সংখ্যা বাড়তে-কমতে পারে। এদিকে কেরানীগঞ্জের লায়নে ছবিটি চলবে প্রতিদিন তিনটি করে শো।
এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন দেশের গুণী অভিনেত্রী জয়া আহসান। নির্মাতা পিপলু আর খান গণমাধ্যমকে বলেন, এটি তো আসলে ইনডিপেন্ডেন্ট ছবি। তাই এ ধরনের ছবির প্রচারের ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে। এখানে দুটি মাত্র চরিত্র, নারী প্রধান। সবকিছু মিলিয়েই সিনেমা হলের যে ডিস্ট্রিবিউশন চেইন, সেটার অংশ হতে পারছি না আমরা। আম-জনতা এই সিনেমা কি এসে দেখবে। এ রকম আশঙ্কা থেকেই হয়ত কম প্রেক্ষাগৃহ পাওয়া হয়েছে। আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করেছি।  আমাদের যারা মধ্যবিত্ত দর্শক আছেন, তারা পরিবার নিয়ে এই সিনেমাটি দেখতে পারেন। আমার মনে হয় তারা বেশ উপভোগ করবেন। হলে বসিয়ে রাখার জন্য সব উপাদানই আছে এতে। দুই নারী অভিনেত্রী এখানে আছেন বলে হয়ত মনে হতে পারে এটি একটি বিশেষ ছবি, আসলে তা নয়। এটি সবার ছবি। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু আর খান এবং নুসরাত ইসলাম মাটি। জয়া আহসান এবং মহসিনা আক্তার ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এটি প্রযোজনা করেছে পিপলু আর খান ও জয়া আহসান।

প্যানেল

×