
.
বাংলাদেশের চলচ্চিত্রে নবাগত নায়িকা হিসেবে প্রথম সিনেমা দিয়েই বেশ সাড়া ফেলেছিলেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এই সিনেমা মুক্তির পরপরই নবাগত নায়িকা হিসেবে মন্দিরা চক্রবর্ত্তী সবার নজর কাড়েন। এ সিনেমায় অভিনয়ের জন্য সম্মাননাও পেয়েছেন তিনি।
তবে আগামী ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘নীল চক্র’ নিয়ে মন্দিরার প্রত্যাশা তার প্রথম সিনেমার চেয়ে অনেক অনেক বেশি। মিঠু খান পরিচালিত ‘নীল চক্র’ সিনেমায় মন্দিরাকে নতুনরূপে দেখবে দর্শক। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমাটি নিয়ে মন্দিরা চক্রবর্ত্তী বলেন, ‘নীল চক্র’ নিয়ে প্রত্যাশাতো আসলেই অনেক অনেক বেশি। কারণ ‘কাজল রেখা’ হয়ে যখন আমি দর্শকের সামনে এসেছি তখন আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি, সেটা আমার প্রত্যাশারও বাইরে ছিল। তারমধ্যে আমি সিনেমার নায়িকা হিসেবে একদমই নতুন ছিলাম। অভিনয়টা কাজল রেখায় আমি করার চেষ্টা করেছিলাম। সেই চেষ্টার পর আমি যে ভালোবাসা পেয়েছি আমার কাছে মনে হয় ‘নীল চক্র’তে আমি আরও বেশি বেশি ভালোবাসা পাব। কারণ অভিনয়ে নিজেকে আমি আরও বুঝে শুনে চরিত্রানুযায়ী উপস্থাপন করার চেষ্টা করেছি। আর এই সিনেমার গল্পটা এই সময়ের। খুব খুব ইন্টারেস্টিং একটি গল্প। মন্দিরা চক্রবর্ত্তী আপাতত ‘নীল চক্র’র প্রমোশনেই ব্যস্ত রয়েছেন। গতকাল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও ‘কাজল রেখা’ সিনেমাতে অভিনয়ের জন্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
প্যানেল