
ছবি: সংগৃহীত
পাকিস্তানের শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বেলুচিস্তানকে ঘোষণা করলেন বিদ্রোহী নেতা ও সাহিত্যিক মীর ইয়ার বালোচ। পাকিস্তান থেকে নিজেদের মুক্ত করার দাবি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও চেয়েছেন তিনি।
মীর ইয়ার বালোচ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন। নিজের এক্স হ্যান্ডেলে বেলুচিস্তান লিবারেশন আর্মির এক ভিডিও শেয়ার করে তিনি লেখেন, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের দিল্লিতে দূতাবাস স্থাপন এবং যুক্তরাষ্ট্রের বেলুচিস্তানের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া উচিত বলে জানিয়েছে তিনি।
এছাড়া, টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বেলুচিস্থান কখনোই পাকিস্তানের অংশ ছিল না। আমরা ১৯৪৭ সালের আগেই স্বাধীনতার ঘোষণা করেছিলাম।
তিনি পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলা, গুম, গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ দাবি করেন। মীর ভারতের জনগণের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, ‘আমরা পাকিস্তানি নই, আমরা বেলুচিস্থানি। আমাদের যেন পাকিস্তানের অংশ হিসেবে দেখা না হয়।’
এদিকে বেলুচ লিবারেশন আর্মির দাবি, তারা ইতোমধ্যে বেলুচিস্থানের ৩০ শতাংশ ভূখন্ড দখলে নিয়েছে। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তার ভেতর মীরের দেওয়া এই বক্তব্য এ অঞ্চলের ভূরাজনীতিতে বেশ প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা।
সূত্র: https://www.youtube.com/watch?v=TM5-3WHZ898
রাকিব