ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অপারেশন সিঁদুর ছিল ছোট্ট একটা ট্রেইলার, গোটা পিকচার সময় হলে দেখানো হবে: রাজনাথ সিং

প্রকাশিত: ০৮:৪৮, ১৭ মে ২০২৫; আপডেট: ০৮:৪৯, ১৭ মে ২০২৫

অপারেশন সিঁদুর ছিল ছোট্ট একটা ট্রেইলার, গোটা পিকচার সময় হলে দেখানো হবে: রাজনাথ সিং

ছবি: সংগৃহীত

‘অপারেশন সিঁদুর ছিল ভারতীয় শক্তি ও ক্ষমতার ছোট্ট একটা ট্রেইলার। গোটা পিকচার সময় হলে দেখানো হবে’, ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হলেও থামছে না কথার লড়াই। দুই পক্ষই কথার জোরে নিজেদের শক্তিমত্তা জানান দিতে চাইছে। শুক্রবার গুজরাটের ভূজ বিমানঘাঁটিতে গিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘মাত্র ২৩ মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে। নাশতাপানি খেতে যে সময় লাগে, সেই সময়ের মধ্যেই সন্ত্রাসীদের ঘাঁটি আমরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি।’

এছাড়া, তিনি ভারতে তৈরি ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের প্রশংসা করে আরও বলেন, ‘ভারতে একটা পরিচিত কথা আছে, দিনের আকাশে তারা দেখানো। ভারতের তৈরি ব্রহ্মস পাকিস্তানিদের দেখিয়ে দিয়েছে, রাতের অন্ধকারে দিনের ঔজ্জ্বল্য কেমন লাগে।’

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতীয় নেতারা বিভিন্ন সেনাঘাঁটিতে সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়েছিলেন পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে। রাজনাথ সিং বৃহস্পতিবার গিয়েছিলেন কাশ্মীরের বাদামিবাগ সেনাছাউনিতে, আর শুক্রবার গিয়েছিলেন গুজরাটের ভূজে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=h55FDseNWkQ

রাকিব

×