
ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে পৃথক দুটি ঘটনায় দুইজন নিহত হয়েছেন। অপর দুইজন শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে ধানমন্ডি শংকর এলাকার দুর্গা মন্দিরের গলিতে। ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী নূর ইসলাম ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। এসময় তার কাছ থেকে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
নূরের বন্ধু ইমন জানিয়েছেন, “আমি ব্যাগটা খুলে দিচ্ছিলাম, তখন আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম। নূর সামনের দিকে দৌড়াচ্ছিল। ছিনতাইকারীরা ওকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারলো। আমার ব্যাগে প্রায় তিন লাখ টাকার ক্যামেরা ছিল। নূরের কাছে প্রায় দেড় লাখ টাকার অর্থ ছিল।”
নূর ইসলামকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর ঘটনা ঘটে রাজধানীর জিগাতলা বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী সড়কে। পূর্ব শত্রুতার জেরে মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিউর রহমান খান আলফিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার সময় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সামিউর রহমান খান আলফিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা এই দুই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। “আমাদের কি জানমালের নিরাপত্তা নেই? এটি অবশ্যই সুষ্ঠু বিচার হওয়া দরকার। প্রতি দুই-তিনদিনে রাস্তায় ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা আমাদের পক্ষে কাম্য নয়,” বলছেন এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, দুটি হত্যাকাণ্ডের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আসামিদের ধরতে সময় লাগতে পারে এবং তদন্তে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। মরদেহ দুইটি ঢাকা মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
আঁখি