ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ধর্ষণচেষ্টা মামলার বাদীর বাড়িতে হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহফুজ রহমান, লালমনিরহাট

প্রকাশিত: ১৪:২১, ১৭ মে ২০২৫

ধর্ষণচেষ্টা মামলার বাদীর বাড়িতে হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: দৈনিক জনকন্ঠ

লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামি জামিনে বের হয়ে বাদীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। 

শনিবার (১৭ মে) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য রাখেন, আব্দুল মালেক। 

তিনি বলেন, “তিনি ঢাকায় থাকার সুবাদে তার প্রতিবেশী হাবিব মিয়া দীর্ঘদিন থেকে তার স্ত্রী সোমাইয়া বেগমকে উত্ত্যক্ত করে আসছিলো। বিষয়টি স্থানীয় ভাবে অনেককে জানালেও কোন প্রতিকার না পেয়ে গত ২৭ মার্চ তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেন। হাবিব সাপ্টিবাড়ি বাজার এলাকার হাফিজ আলীর পুত্র। এ ঘটনায় মামলা হলে হাবীব জেল হাজত থেকে জামিনে বের হয়ে শুক্রবার সকালে হাবীব তার দলবল নিয়ে তার বাড়িতে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় তার তিন কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।” 

এসময় সংবাদ সংগ্রহে গিয়ে তিনজন সাংবাদিকও তাদের হামলার শিকার হন। বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নথিভুক্ত করেনি বলে দাবি করেন তিনি। 

সংবাদ সম্মেলনে হাবীবসহ চিহ্নিত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান ভুক্তভোগী মালেক।

সংবাদ সম্মেলনে মালেকের স্ত্রী ও মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মিরাজ খান

×