ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

জামিনে বেরিয়ে তাণ্ডব

ধর্ষণচেষ্টা মামলার আসামির হামলায় পুড়ল বাদীর ঘর  

 সংবাদ সংগ্রহ গিয়ে লাঞ্ছিত সাংবাদিক

মোঃ জামাল বাদশা, লালমনিরহাট  

প্রকাশিত: ১৯:১৪, ১৭ মে ২০২৫

ধর্ষণচেষ্টা মামলার আসামির হামলায় পুড়ল বাদীর ঘর  

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি এলাকায় ধর্ষণচেষ্টা মামলায় জামিনে মুক্তি পাওয়া হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বাদীর পরিবারকে হুমকি, বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে হাবিবের নেতৃত্বে আসা সংঘবদ্ধে থাকা কয়েকজনের নাম উল্লেখ করে এসব অভিযোগে স্থানীয় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই পরিবার।

শনিবার (১৭ মে) দুপুরে লালমনিরহাট শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর স্বামী আব্দুল মালেক বলেন, “হাবিব আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে, আমরা মামলা করি। সে জেলে যায়, কিন্তু জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে। নানা অশ্লীল প্রস্তাব দিয়ে মানসিকভাবে নির্যাতন করছিল। শেষমেশ শুক্রবার আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভয়াবহ ক্ষতি করল।”

তিনি জানান, ঘটনার দিন সকালে হাবিব ও তার সহযোগীরা প্রথমে তার বাবাকে ঘরে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করলেও পুলিশ চলে যাওয়ার পরপরই হাবিব, তার পরিবারের কয়েকজন সদস্য এবং স্থানীয় নাজমুল, হাদিস, মাসুমসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা ঘরের প্রতিটি কক্ষে ভাঙচুর ও লুটপাট চালিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এছাড়া ঘরে আগুন ধরিয়ে দিলে আসবাবপত্র, গার্মেন্টস পণ্যসহ প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এরই মধ্যে।

আব্দুল মালেক আরও বলেন, “এখনো হাবিব ও তার লোকজন হুমকি দিয়ে যাচ্ছে। আমার স্ত্রী, সন্তান, এমনকি মাকেও দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। আমরা পুরো পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে দ্রুত আইনগত সহায়তা চাই।”

সংবাদ সম্মেলনে মালেকের স্ত্রী ও মা উপস্থিত ছিলেন। তার মা বলেন, “আমার পুত্রবধূ ও নাতিকে নিয়ে আমরা দুঃসহ সময় পার করছি। আমরা নিরাপত্তা চাই, আমরা বিচার চাই।”

এদিকে অগ্নিসংযোগ করা হয়েছে এমন খবরে ওই স্থানে লালমনিরহাটের সাংবাদিক খায়রুল কবির, রব্বানী ও ফারুক আহমেদ সূর্য হামলার শিকার হন হাবিব গংদের দারা। খায়রুল প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজে ফিরলেও গুরুতর আহত রব্বানী ও সূর্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহত সাংবাদিক সূর্য আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী পরিবার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

নোভা

×