ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তি নেই, প্রমাণ নেই, পারিবারিক শিক্ষা নেই, তারা অন্ধ, কালা, তারা ‘মানুষ’ হবেনা: আমান আজমী

প্রকাশিত: ১৫:১১, ১৭ মে ২০২৫; আপডেট: ১৫:১২, ১৭ মে ২০২৫

যুক্তি নেই, প্রমাণ নেই, পারিবারিক শিক্ষা নেই, তারা অন্ধ, কালা, তারা ‘মানুষ’ হবেনা: আমান আজমী

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের একটি টকশো বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমী। ভিডিওটির সাথে তিনি মন্তব্য করেন, “উচিৎ কথা, সঠিক কথা বললে অনেকেরই গা জ্বালা করে, সইতে পারে না। তখন তারা পাগলের মত প্রলাপ বকতে থাকে, গালি দেয়। তাদের পোস্টে বা অন্যের পোস্টে তাদের কুমন্তব্য দেখলেই বুঝা যায় তাদের সমস্যাটা। যুক্তি নেই, প্রমাণ নেই, পারিবারিক শিক্ষা নেই - তারা অন্ধ, কালা; তারা ‘মানুষ’ হবেনা।”

ভিডিও বক্তব্যে ছাত্রশিবির সভাপতি বলেন, “বিএনপির বিবৃতির পর খুবই আশাবাদী হয়েছি যে বাংলাদেশে মতপ্রকাশের ধারা এত চমৎকার হতে পারে। আমরা অবাকও হয়েছি, আশান্বিতও। ৭১ ইস্যু নিয়ে পরবর্তীতে বলেছিলাম—এই গণহত্যা টিক্কা খান ও ভুট্টোর সরাসরি মদদেই সংঘটিত হয়েছিল। ছাত্রশিবির বিশ্বাস করে, এই গণহত্যার বিচার হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “তৎকালীন ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীকে কারা ছেড়ে দিয়েছিল? শেখ মুজিব। তাই আমিও বলব—এই ছেড়ে দেওয়ার জন্য শেখ মুজিব দায়ী। এমনকি শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত।”

ছাত্রশিবির সভাপতি প্রশ্ন তোলেন, “যদি ৭১-এর দায় ছাত্রশিবিরের মতো সংগঠনের উপর চাপানো হয়, তাহলে জিয়াউর রহমানের ভূমিকাও কি প্রশ্নবিদ্ধ হবে না? তিনিই তো স্বাধীনতাবিরোধীদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপদেষ্টা করেছেন। এখন যারা পাকিস্তানকে পাশ কাটিয়ে ৭১-এর দায় জামায়াত বা ইসলামী দলগুলোর ঘাড়ে চাপাতে চান, তারা আসলে টিক্কা খান ও ভুট্টোর দালাল হিসেবেই চিহ্নিত হবেন।”

এএইচএ

×