ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কালীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু

মাহফুজ রহমান, লালমনিরহাট

প্রকাশিত: ১৮:২৪, ১৭ মে ২০২৫

কালীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে  বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখাওয়া গ্রামে গুরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কমলা বেগম ও তার ছেলে জামাল হোসের মর্মান্তিক মৃত্যু হয়। 

এলাকাবাসী ও তার স্বজনরা জানান, গোয়াল ধরে চার্জে রাখা অটোরিকশায় প্রথমে জামাল হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে থাকেন। বিষয়টি কমলা বেগম দেখে তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুজনে মারা যান। 

এ ঘটনায় ঐ এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, “পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।”

মিরাজ খান

×