ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

দক্ষিনাঞ্চলের একমাত্র ॥ ‘পুশ ইন বিষয়ে ভারতের সাথে কথা বলেছি’

মোংলায় কোস্টগার্ডের বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাবুল সরদার, বাগেরহাট

প্রকাশিত: ১৮:১৪, ১৭ মে ২০২৫; আপডেট: ১৮:১৫, ১৭ মে ২০২৫

মোংলায় কোস্টগার্ডের বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের জন্য নির্মিত বোট (স্পিডবোট) ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৭ মে) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অব:) দক্ষিনাঞ্চলের একমাত্র এই বোট ওয়ার্কশপ উদ্বোধন করেন। 

এসময়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মুঃ জসীম উদ্দিন খান, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ওয়ার্কশপ উদ্বোধন শেষে সরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোস্টগার্ডের এই বোট ওয়ার্কশপ বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা ও পরিসেবার মান বাড়াতে মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে উপকূল রক্ষায় কোস্টগার্ডের সক্ষমতা আরও বাড়ানো হবে।’

সম্প্রতি ভারত থেকে পুশ ইন বিষয়ে সরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ ইন বিষয়ে আমরা ভারতের সাথে কথা বলেছি। তাদের ওখানে যদি আমাদের কোন বাংলাদেশী অবৈধভাবে থাকে তাহলে আইনি প্রক্রিয়ায় পাঠানোর অনুরোধ করা হয়েছে। এসব বিষয়ে কোস্টগার্ড ও বিজবিকে আরও সচেষ্ট থাকতে বলা হয়েছে।’

কোস্টগার্ড সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১১ জানুয়ারি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোটসমূহের ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
 
কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার(ইঞ্জিনিয়ার) লেঃ কমান্ডার আবিদ বিন মঞ্জুর বলেন, বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের একমাত্র স্থাপনা, যার মাধ্যমে কোস্ট গার্ডের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, মোংলা পোর্ট, নৌপুলিশ, বন বিভাগ এবং বিআইডব্লিউটিএ’র নৌযানসমূহ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে বলে আশা করা যায় বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।

ইমরান

×