
ছবি: সংগৃহীত
ঢাকা টঙ্গী গাজীপুর বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাটা গেটের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবারও মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। তার নাম রঞ্জু (৩০)। পিতার নাম শামসুল হক খাঁন। পাবনা জেলার মজিদপুরে তার বাড়ি। টঙ্গী সাতাইশের নাজমা সিকদারের বাড়িতে তিনি বসবাস করতেন।
টঙ্গী পুলিশ জানায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রঞ্জু তার কর্মস্থল ঢাকা থেকে টঙ্গী গাজীপুরা সাতাইশের বাসায় ফিরছিলেন। ফেরার পথে টঙ্গী বাটা গেটে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীদের সাথে রঞ্জুর ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা এলোপাতাড়ি রঞ্জুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন গুরুতর আহত রঞ্জুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় (আজ) শনিবার তার মৃত্যু ঘটে।
উল্লেখ করা যেতে পারে, ঢাকা টঙ্গী গাজীপুর বিআরটি সড়কের ফ্লাইওভার ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সম্প্রতি টঙ্গী বাজার ফ্লাইওভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়। টঙ্গী চেরাগআলীতে ৩ ছিনতাইকারীর দিনেদুপুরে চাপাতি নিয়ে এক পথচারীর ছিনতাই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়। এছাড়া টঙ্গী বিআরটি ফ্লাইওভারের বাসস্টপেজ গুলোতে দিনরাত ২৪ ঘণ্টা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সাব্বির