
খুলনায় তারুণ্যের সমাবেশে বাউফলের ছাত্রদলের নেতৃবৃন্দ
" তারুণ্যের সমাবেশ" সফল করার লক্ষ্যে বাউফল উপজেলা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক এখন খুলনায় অবস্থান করছেন।
আজ শনিবার (১৭মে) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদ দলের(বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালী যুক্ত থেকে প্রধান অতিথির ভাষন দিবেন।
এই তারণ্য সমাবেশ সফল করতে বাউফল উপজেলা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক বাস ভাড়া করে সকালে খুলনার উদ্দেশ্যে বাউফল ছাড়েন।
বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান মিজান বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বরিশাল ও খুলনা এই দুই বিভাগের তারণ্যর সমাবেশে ভাষন দিবেন। তার দিক নির্দেশনামূলক ভাষন শোনার জন্য আমরা কয়েকটি বাস ভাড়া করে খুলনা জনসভাস্থলে এসে পৌঁছেছি। লোকে লোকারণ্য হয়ে গেছে জনসভাস্থল।"
ছাত্রলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম (মিরাজ) বলেন," তারুণ্যের সমাবেশে যোগ দিতে পেরে ভালোই লাগছে।"
এছাড়াও তারুণ্যের সমাবেশে যোগ দিতে বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক মনি, সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজ হোসেন সহ উপজেলা ও বাউফল সরাসরি কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দসহ কয়েকশ নেতাকর্মী খুলনায় অবস্থান করছেন।
এছাড়াও এ সমাবেশে বিএপির সহযোগি সংগঠন যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী খুলনা গেছেন বলে জানা গেছে।
রাজু