ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কুমিল্লায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা

বেলাল হোসেন রিয়াজ, নাঙ্গলকোট, কুমিল্লা

প্রকাশিত: ১৪:৫৯, ১৭ মে ২০২৫

কুমিল্লায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে টাকা পাওনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা হয়েছে। 

শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের জলিল মেম্বারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এই সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ঘটনা স্থলে ৪ জন গুরুতর আহত হয়। আহতদেরকে ফেনী সরকারি হাসপাতালে ভর্তি করে পরে রোগীর অবস্থা আশঙ্কা জনক দেখা দিলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, মৃত আবদুর রবের ছেলে আমজাদ হােসেন (৩০), তপু (১৮), প্রান্ত (১৭), খোদেজা বেগম স্বামী আবদুর রব। এ ঘনায় পুলিশ দুইজনকে আটক করেন। এদের মধ্যে আমজাদের অবস্থা আশংকাজনক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০১৮ সালে আমজাদের পিতা আবদুর রব মৃত্যু বরণ করে। মৃত্যুর পরে তারই আপন মামা আলী আকবর বোনের জামাই আবদুর রবের পরিবারের  নিকট টাকা পাওয়ার দাবি করে। এই বিষয়ে আবদুর রবের পরিবার তার ভাই আলী আকবরকে বলেন তুমি যদি টাকা পাও আমি দিয়ে দেব। এতদিন তুমি টাকা পাওয়ার কথা বলেনি কেন। বিকাল বেলা এই কথা বলে যাওয়ার পর সন্ধ্যায় আলী আকবরের নেতৃত্বে আলী আজগর, রানা, জাহিদ, আকাশ, শহিদসহ অজ্ঞাত আরো ১৫ জন নিয়ে অতর্কিত ভাবে আমজাদের বাড়ি ঘরে দাঁড়ালো অস্ত্র নিয়ে ব্যাপক হামলা চালায় এবং ঘটনার স্থলে ৪ জনকে কুপিয়ে জখম করে। 

এই বিষয় আমজাদ হোসেনের ভাই ফারুক হোসেন বলেন, “আমার বাবা আজ থেকে ৭ বছর পূর্বে মারা যায়। আমার বাবার সাথে আমার মামার টাকা পয়সার লেনদেনের বিষয় আমরা কিছুই জানি না। হঠাৎ করে শুক্রবার সন্ধ্যা আমার মামা একদল সন্ত্রাসী নিয়ে এসে অতর্কিত ভাবে আমাদের বাড়ি ঘর ও আমাদের উপর হামলা চালায় । আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি ।” 

এ ঘটনায় অভিযুক্ত আলী আকবরের মুঠোফোনে একাধিক বার চেষ্টা করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।   

এই বিষয় নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, “ঘটনা শুনার পর আমি পুলিশ পাঠাই ঘটনা স্থল থেকে দুইজনকে আটক করা হয় এবং এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।” 

মিরাজ খান

×