
ছবিঃ সংগৃহীত
সর্বসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, আগামীকাল ১৮ মে ২০২৫, রবিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষিদ্ধ ঘোষিত এলাকায় অন্তর্ভুক্ত রয়েছে—
🔹 কচুক্ষেত সড়ক
🔹 বিজয় স্বরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা,
🔹 বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা,
🔹 সৈনিক ক্লাব মোড়,
🔹 ভাষানটেক,
🔹 মাটিকাটা,
🔹 ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন অঞ্চলসমূহ।
এই এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি আয়োজন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
আইএসপিআরের পক্ষ থেকে জনসাধারণকে সহযোগিতা ও নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
ইমরান