ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

জয়পুরহাটে ৩ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট

প্রকাশিত: ১৮:৫৭, ১৭ মে ২০২৫; আপডেট: ১৯:০৭, ১৭ মে ২০২৫

জয়পুরহাটে ৩ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু

বিজ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটে ৩ দিন ব্যাপি ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা জয়পুরহাট কলেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে শুরু হয়েছে।

শনিবার জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারি কমিশনার আব্দুর রউফ প্রমুখ।

৩ দিন ব্যাপি মেলায় ৫ উপজেলার শতাধিক প্রতিযোগি কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেয়। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ৩৫টি ষ্টল প্রর্দশন করা হয়। 

 

রাজু

×