ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতেও জায়গা হচ্ছে না পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের!

প্রকাশিত: ১৯:১৩, ১৭ মে ২০২৫

ভারতেও জায়গা হচ্ছে না পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের!

ছবি: সংগৃহীত

নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তায় ভুগছেন ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতারা।

ভারত সরকার অবৈধ নাগরিকদের তাড়াতে কঠোর অবস্থানে যাওয়ায় তারা এখন চাপের মুখে। বিভিন্ন রাজ্যে আশ্রিত থাকা নেতারা দেশ ছাড়ার নির্দেশ পাচ্ছেন এবং কেউ কেউ পশ্চিমা দেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছেন।

ভারতের আইনশৃঙ্খলা বাহিনী ‘পুশব্যাক’ নীতির আওতায় ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে, শেখ হাসিনার দেশত্যাগের নির্দেশ নেতাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে। অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন। ভারত সরকার সে সময়ে ঢোকার সুযোগও দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে আশ্রয় পেয়েছেন।

 

এসইউ

আরো পড়ুন  

×