ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহীতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন

তানভীরুল আলম তোহা, রাজশাহী

প্রকাশিত: ২২:৪৩, ১৭ মে ২০২৫; আপডেট: ২২:৪৮, ১৭ মে ২০২৫

রাজশাহীতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন

ছবি: দৈনিক জনকন্ঠ

‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর উদ্যোগে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৫’ উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১৭ মে) সকাল ৯ টার দিকে নগরীর লক্ষ্মীপুর বাকীর মোড়স্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বাইপাস রোড হয়ে দাশপুকুর মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় ফাউন্ডেশন ভবনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন।


তিনি বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন এনে এটি মোকাবেলা করা সম্ভব। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী উচ্চ রক্তচাপ সহ সব ধরনের হৃদ্‌রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর ডাইরেক্টর অ্যান্ড চিফ কনসালটেন্ট প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন। তিনি বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অধিকাংশ রোগ প্রতিরোধ করা সম্ভব।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণের মধ্যে আলোচনা করেন ডাঃ মোহাম্মদ রাফিউর রহমান, ডাঃ এ. এস এম সায়েম ও ডাঃ এ কে এম রেজওয়ানুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ তানিয়া আক্তার জাহান ও ডাঃ নাফিসা লুবাবা নদী।

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর কার্যনির্বাহী পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, দপ্তর সম্পাদক এ কে মাসুদ এবং নির্বাহী সদস্যবৃন্দ ডাঃ মোঃ ওয়াসিম হোসেন, অধ্যাপক ডাঃ মোঃ লতিফুর রহমান অপু, মোঃ এনামুল হক, ডাঃ মোহাম্মদ গাজি উল আলম রুমী, মোঃ আক্কাস আলীসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আজীবন সদস্যবৃন্দ।


আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর সহকারী পরিচালক ডাঃ মোঃ তাজমিলুর ইসলামসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সবশেষে অসহায়-অস্বচ্ছল, দুঃস্থ ও হত-দরিদ্র শতাধিক হৃদরোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

সাব্বির

×