ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

শিশুর রূপে সামিটে হাজির ইউরোপীয় নেতারা, ভাইরাল ‘বেবি ভার্সন’ ভিডিও

প্রকাশিত: ০৮:২২, ১৭ মে ২০২৫; আপডেট: ০৮:২৪, ১৭ মে ২০২৫

শিশুর রূপে সামিটে হাজির ইউরোপীয় নেতারা, ভাইরাল ‘বেবি ভার্সন’ ভিডিও

ছবি: সংগৃহীত

রাজনীতি মানেই কি সব সময় গাম্ভীর্য? আধুনিক প্রযুক্তি আর একটু কল্পনাশক্তি থাকলে তো কঠিন কূটনীতিও ভরে উঠতে পারে একটু হাস্যরস আর মানবিক আনন্দে। এবার ঠিক এমনটাই ঘটলো আলবেনিয়ার তিরানায় অনুষ্ঠিত ষষ্ঠ ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিটে।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানেই সবার চোখ কাড়ে এআই প্রযুক্তিতে তৈরি ৫০ জন ইউরোপীয় নেতার শিশু বয়সের ছবি ও ভিডিও। বিশাল স্ক্রিনে একে একে ভেসে ওঠে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার এবং এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও বাচ্চা বয়সের রূপ।

শুধু ছবি নয়শিশুদের কণ্ঠে, নিজ নিজ দেশের ভাষায় আলবেনিয়ায় সবাইকে ‘স্বাগতম’ জানায় এই ‘ক্ষুদে নেতারা’। পুরো হলরুমে মুহূর্তেই হাসির রোল, আনন্দে ফেটে পড়েন সবাইস্বয়ং নেতারাও নিজেদের ‘বেবি ভার্সন’ দেখে দারুণ মজা পান।

বিশেষ করে যখন শিশু রূপে জেলেনস্কির কণ্ঠ বলে, ‘আমি ভলোদিমির, ইউক্রেন থেকে এসেছি। সবাইকে আলবেনিয়ায় স্বাগতম!’

শুধু রাজনৈতিক বার্তা নয়এই উপস্থাপন যেন নেতাদের মাঝে এক ধরনের সম্পর্কের উষ্ণতা ও হিউম্যানাইজেশন তৈরি করেছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক অভূতপূর্ব সূচনা পায় ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিট। স্লোগান ছিল ‘নতুন বিশ্বে নতুন ইউরোপ: ঐক্য, সহযোগিতা ও যৌথ পদক্ষেপ’।

এই বেবি-এআই ভিডিও এখন ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ইউরোপজুড়ে মানুষ দেখছেন তাদের নেতাদের সম্পূর্ণ অন্য এক রূপে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=dkDW7gFPGxE

রাকিব

×