ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘মাত্র ২৩ মিনিটেই পাকিস্তানকে শে/ষ করে দেওয়া হয়েছে’

প্রকাশিত: ০৮:২০, ১৭ মে ২০২৫

‘মাত্র ২৩ মিনিটেই পাকিস্তানকে  শে/ষ করে দেওয়া হয়েছে’

ছবিঃ সংগৃহীত

মাত্র ২৩ মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের ঘাটি ভারতীয় সেনাবাহিনী ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। শুক্রবার ভারতের সেনাবাহিনীর প্রশংসা করে এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে, শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান ভারতকে পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। 

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হলেও থামছে না কথার লড়াই। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। দুই পক্ষই নিজেদের শক্তিমত্তা জানান দিতে চাইছে। শুক্রবার গুজরাটের ভুজ বিমানঘাটিতে গিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, "অপারেশন সিন্দুর ছিল ভারতীয় শক্তি ও ক্ষমতার একটি ছোট্ট ট্রেইলার, গোটা ছবি সময় হলে দেখানো হবে।" এছাড়া তিনি বলেন, ভারতের তৈরি ব্রাহ্মস মিসাইল পাকিস্তানিদের দেখিয়ে দিয়েছে, রাতের অন্ধকারে দিনের উজ্জ্বলতা কেমন লাগে। ভারত কেবলমাত্র আমদানি করা অস্ত্রের উপর নির্ভরশীল নয়। প্রকৃতপক্ষে, দেশীয় অস্ত্র এখন ভারতীয় প্রতিরক্ষা শক্তির গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরো বলেন, "আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে যে ১০০ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে, তা পুনর্বিবেচনা করা উচিত।" রাজনাথ সিংয়ের অভিযোগ, এই ঋণের টাকায় পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে সাহায্য করতে পারে। কাজেই, এই ঋণ দেওয়া ঠিক হচ্ছে কিনা, তা নিয়ে পুনরায় চিন্তা-ভাবনা করা দরকার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান ভারতকে পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, "যদি প্রতিবেশী দেশ আবার আগ্রাসন শুরু করে, তবে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।"

এছাড়া ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা থামেনি। ভারতশাসিত কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম পঞ্চের বাসিন্দারা উভয় দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তারা বলেন, "যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান করে না, এতে মানুষ মারা যায়, সীমান্তে বসবাসকারী মানুষ তাদের জীবন হারায়।"

ভারত-পাকিস্তান এখন পর্যন্ত তিনটি বড় যুদ্ধে জড়িয়েছে। সর্বশেষ, ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। নয়াদিল্লি ঘটনার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও, পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।
 

তথ্যসূত্রঃ https://youtu.be/h55FDseNWkQ?si=2FoK1Sm1j3nvs-P8

মারিয়া

×