
ছবি: সংগৃহীত
‘নির্বাচন না সংস্কার?’ স্লোগানকে ‘সমস্যাজনক স্লোগান’ উল্লেখ করে এর বিরোধিতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত, শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে উপস্থিত ছাত্র-জনতার ভেতর থেকে ‘নির্বাচন না সংস্কার?’-এমন একটি স্লোগান শুনতে পান হাসনাত আবদুল্লাহ। তাৎক্ষণিক তিনি এ স্লোগানটির বিরোধিতা জানান।
কারণ হিসেবে তিনি বলেন, ‘এই স্লোগানের মধ্য দিয়ে মনে হয় যে, আমরা হয় নির্বাচন চাই, না হয় সংস্কার চাই। বিষয়টা এমন না। আমরা দুইটাই চাই।
এনসিপি নেতা হাসনাত আরও বলেন, ‘তবে আমরা চাই বিচার হবে, সংস্কার হবে। এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে।’
সূত্র: https://www.facebook.com/share/v/15Kzw9rMM2/
রাকিব