ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

শিক্ষার্থীদের জন্য গুগলের ‘গাইডেড লার্নিং’ ফিচার: পড়াশোনার ধরনই পাল্টে দেবে!

প্রকাশিত: ১৩:৫৫, ৯ আগস্ট ২০২৫; আপডেট: ১৩:৫৬, ৯ আগস্ট ২০২৫

শিক্ষার্থীদের জন্য গুগলের ‘গাইডেড লার্নিং’ ফিচার: পড়াশোনার ধরনই পাল্টে দেবে!

ছবি: সংগৃহীত

তথ্য খোঁজা ও সঠিক উত্তর পেতে শিক্ষার্থীদের অনেক সময় বাঁচিয়েছে গুগল সার্চ। এবার সেই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে গুগল ৬ আগস্ট চালু করেছে ‘গাইডেড লার্নিং’—যা চালিত হচ্ছে গুগলের শিক্ষামুখী মডেল ‘লার্নএলএম’-এর মাধ্যমে।

শুধু উত্তর দেওয়ার বদলে, গাইডেড লার্নিং শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করে। এটি সরাসরি সমাধান না দিয়ে খোলা প্রশ্নের মাধ্যমে আলোচনা বাড়ায়, ধাপে ধাপে সমস্যার সমাধান ব্যাখ্যা করে এবং ব্যবহারকারীর শেখার ধরণ অনুযায়ী উপস্থাপনা বদলায়।

গুগলের ব্লগে বলা হয়েছে, গাইডেড লার্নিং এমন এক নিরাপদ পরিবেশ তৈরি করে যেখানে শিক্ষার্থীরা বিনা সংকোচে প্রশ্ন করতে পারে। এই ফিচারের লক্ষ্য—দ্রুত উত্তর দেওয়ার পাশাপাশি বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া, এবং তা হবে কথোপকথনমূলক ও নিরপেক্ষ, যাতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে যেকোনো বিষয় অনুসন্ধান করতে পারে।

ফিচারটি তৈরি করতে গুগল শিক্ষকদের সঙ্গে কাজ করেছে, যাতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরেও বিষয়বস্তুর গভীরে যেতে পারে এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে পারে। শিক্ষকরা চাইলে একটি নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে এটি শিক্ষার্থীদের সাথে ভাগ করতে পারবেন বা সরাসরি গুগল ক্লাসরুমে যুক্ত করতে পারবেন। গুগলের শিক্ষামুখী এআই মডেল জেমিনিতে ফিচারটি যুক্ত করতে গবেষক, শিক্ষক ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে।

সম্প্রতি গুগল এআই মোডে শিক্ষার্থীদের জন্য আরও কিছু নতুন ফিচার এনেছে। এখন ডেস্কটপে ব্যবহারকারীরা ছবি বা পিডিএফ আপলোড করে তা নিয়ে প্রশ্ন করতে পারবেন—হোক তা বাড়ির কাজ, ক্লাস নোট বা পাঠ-সম্পর্কিত কোনো ডকুমেন্ট। এছাড়া মূল বিষয় ছাড়াও গভীরভাবে বোঝার জন্য ফলো-আপ প্রশ্ন করা যাবে।

পড়াশোনার পরিকল্পনা ও ডেটা সাজাতে এআই মোডের ‘ক্যানভাস’ ফিচার কাজে লাগতে পারে। এখানে একাধিক সেশনে ডেটা সাজিয়ে পরিকল্পনা তৈরি করা যায়। উদাহরণস্বরূপ, পরীক্ষা সামনে থাকলে এআই মোডে গিয়ে “ক্রিয়েট ক্যানভাস” বাটন চাপলেই পড়াশোনার সময়সূচি বানানো শুরু করা যাবে। ক্যানভাস প্যানেলে প্রয়োজনীয় নোট, সিলেবাস বা ক্লাস নোট যুক্ত করে আউটপুট আরও নিখুঁত করা সম্ভব হবে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাকিব

×