ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

মেহেরপুরে সুধীজন সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার

আমরা আর কোনো নতুন স্বৈরাচার হতে দিবো না

জাহিদূর রহমান, মেহেরপুর

প্রকাশিত: ১৩:৫১, ৯ আগস্ট ২০২৫

আমরা আর কোনো নতুন স্বৈরাচার হতে দিবো না

ছবি: সংগৃহীত

নতুন কোনো স্বৈরাচার আমরা আর কখনো বরদাস্ত করবো না—এই প্রতিজ্ঞা করতে হবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সবাইকে। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার। শুক্রবার রাত সাড়ে আটটায় "গণঅভ্যুত্থান পরবর্তী মেহেরপুর: আজ এবং আগামী" শীর্ষক সুধীজন সভায় তিনি এই বক্তব্য দেন।

সভায় প্রারম্ভিক বক্তব্যে মনির হায়দার বলেন, অতীতের সময়ে সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল যেখানে জনগণকে অনুগ্রহভাজন হিসেবে দেখা হতো এবং তাদের নাগরিক অধিকার সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল। যার কারণে আজকের বাংলাদেশ গনতন্ত্রের নতুন অভিযাত্রায় রয়েছে। তিনি আরো বলেন, আগের সরকার মানুষের ওপর জগদ্দল পাথরের মতো অত্যাচার চালিয়েছিল। ইতিহাসে খুব কম সময়ই দেখা যায় যে, সরকার কর্তৃপক্ষ পলাতক হয়, যা হয়েছিল জনগণের ব্যাপক রোষের কারণে। তিনি সকলকে সতর্ক করেন যেন এমন ঘটনা পুনরায় ঘটতে না পারে।

মেহেরপুর থেকেই স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল—এ কথা উল্লেখ করে মনির হায়দার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে সকলের প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক সিফাত মেহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক সাকাপি ইবনে সাজ্জাদ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার রাজনৈতিক, ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিতরা জেলাকে উন্নত করতে করণীয় নিয়ে আলোচনা করেন এবং সড়ক, কৃষি, স্বাস্থ্য, ক্রীড়া ও শিক্ষা খাতের উন্নয়নে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি মাদক সমস্যাসহ আইনশৃঙ্খলা ও দুর্বৃত্তায়ন প্রতিরোধে আরও কঠোর হওয়ার দাবিও তারা তুলেছেন।

আসিফ

×