ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫১, ৯ আগস্ট ২০২৫; আপডেট: ১৩:৫৫, ৯ আগস্ট ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি

ছবি: জনকণ্ঠ

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসিরকে শুক্রবার (৮ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পল্লবী থানায় হস্তান্তর করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে শনিবার সকালে তাকে জেলার কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশের একটি টিম।

তাকে গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে একাধিকবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, গতকাল সন্ধ্যার দিকে জনগণ গোলাম নাসিরকে ধরে পল্লবী থানায় হস্তান্তর করে। রাতেই ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি টিম গিয়ে সকালে তাকে ফরিদপুরে নিয়ে আসে। তাকে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় ফরিদপুর ছাত্র-জনতার উপর হামলার মূল হোতা ছিলেন গোলাম নাসির।

মুমু ২

×