ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

আমরা মেয়েরা ছেলেদের বিয়ে করছি মানেই তাদের জীবন শেষ: সুমাইয়া রিমু

প্রকাশিত: ২১:৩৯, ১৬ মে ২০২৫

আমরা মেয়েরা ছেলেদের বিয়ে করছি মানেই তাদের জীবন শেষ: সুমাইয়া রিমু

বর্তমান সময়ের আলোচিত সোশ্যাল মিডিয়ার ভাইরাল অভিনেত্রী সুমাইয়া রিমু। সম্প্রতি এক  বেসরকারি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, ছেলেদের আমরা মেয়েরা বিয়ে করছি মানে ছেলেদের লাইফ শেষ।

যে পর্যন্ত ত্যানা ত্যানা না করব, যে পর্যন্ত মার্কেটের খরচ না করাব, যে পর্যন্ত তার সবকিছু না খাব সেই পর্যন্ত আমরা মেয়েরা শান্তি পাব না। কীসের টিপের পাতা, কীসের একা একা ছেড়ে দিব। বিয়ে করছি কি ছেড়ে দেয়ার জন্য নাকি।

রিফাত

×