
ছবি: সংগৃহীত
ভারত থেকে বাংলাদেশে ‘অবৈধ অনুপ্রবেশ’ ঠেকাতে আবারও সজাগ ভূমিকা রাখল সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। গত বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফ পুশ-ইনের চেষ্টা চালালেও তা ব্যর্থ করে দেয় বিজিবি ও স্থানীয় জনগণ।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানিয়েছেন, ‘পুশ-ইনের একটা পরিকল্পনা হয়তো ছিল। তবে সেটি আমরা আগেভাগেই আঁচ করে প্রতিহত করেছি। কোনো অবস্থাতেই এ ধরনের অনুপ্রবেশ সফল হতে দেবো না।’
সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে ‘অবৈধ অনুপ্রবেশ’ ঠেকাতে এবং বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনের পর বিজিবি আরও সতর্ক হয়, সীমান্তে টহল বাড়ানো হয়। পাশাপাশি স্থানীয়দেরও পাশে পাচ্ছে তারা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুন চৌধুরী জানান, ‘বিজিবি থেকে রাতেই খবর পাই, ভারত থেকে কয়েকজন মুসলমানকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সঙ্গে সঙ্গে মাইকিং করে আমরা স্থানীয় যুবকদের নিয়ে সীমান্তে অবস্থান নিই।’
তিনি আরও জানান, প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা সীমান্তে অবস্থানকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গাড়িও তারা দেখতে পান। তবে গাড়িতে কে বা কী ছিল, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
বিজিবি ও এলাকাবাসীর উপস্থিতি টের পেয়েই বিএসএফ তাদের পরিকল্পনা থেকে পিছু হটে বলে ধারণা করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, গোয়েন্দা তথ্য ও টহল ব্যবস্থার কারণে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারেনি বিএসএফ। এছাড়া, বিজিবি নজরদারি ও টহল আগের চেয়ে বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
সূত্র: বিবিসি
রাকিব