ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পলাশ সাহার আত্মহত্যা: পুরুষ কেন আত্মহত্যা করে, যা বললেন ব্যারিস্টার লিমা

প্রকাশিত: ০০:৫১, ১৭ মে ২০২৫; আপডেট: ০০:৫৩, ১৭ মে ২০২৫

পলাশ সাহার আত্মহত্যা: পুরুষ কেন আত্মহত্যা করে, যা বললেন ব্যারিস্টার লিমা

ছবি: সংগৃহীত

‘পুরুষ মানুষের কান্না করতে নেই, কান্না করলে নাকি মেয়েদের মতো লাগে’—সমাজে এমন ধ্যানধারণাই আজ অনেক তরুণকে করে তুলছে নিঃসঙ্গ, চাপা কষ্টে জর্জরিত। এই বিষয়ের জ্বলন্ত উদাহরণ বিসিএস ক্যাডার এএসপি পলাশ সাহার মর্মান্তিক আত্মহত্যা। সম্প্রতি এই ঘটনা নিয়ে নিজের ফেসবুক পেজে একটি ভিডিওবার্তায় পুরুষের আত্মহত্যার পেছনে কিছু কারণ তুলে ধরেছেন ব্যারিস্টার লিমা আঞ্জুমান।

তিনি বলেন, ‘পুরুষদের আমাদের সমাজ শিখিয়েছিতারা কাঁদবে না, দুর্বল হবে না। কিন্তু মানুষ তো মানুষই। ছেলে হোক বা মেয়ে, সবারই কষ্ট হয়, সবারই কাঁদতে মন চায়। কিন্তু সামাজিক এই চাপে পড়ে অনেক পুরুষ চুপচাপ সহ্য করতে বাধ্য হন।’

লিমা আঞ্জুমান মনে করেন, পুরুষের আত্মহত্যার জন্য সবসময় ব্যক্তি নয়, দায়ী সমাজব্যবস্থার পুরুষ-বিরোধী কঠোর ‘স্টেরিওটাইপ’। তার কথায়, “আমাদের সামাজিক শিক্ষাটাই বদলাতে হবে। ‘পুরুষ কাঁদবে না’, ‘ছেলেরা দুর্বল হতে পারে না’এই বিশ্বাসগুলো সমাজ থেকে মুছে ফেলতে হবে। এটা নিয়ে আমাদের গভীরভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, একজন নারী হিসেবে তার বিশ্বাস, নারীরা যেমন সমাজে সংবেদনশীল আচরণ আশা করে, তেমনি পুরুষদের প্রতিও সমান সংবেদনশীল হওয়া দরকার। “পলাশ সাহার ঘটনায় হয়তো একজন মা একটু বেশি সহনশীল হলে, একজন স্ত্রী জেদাজেদির পর্যায়ে না গিয়ে তার কষ্টগুলো বোঝার চেষ্টা করলে, কিংবা তৃতীয় কেউ একজন তাকে আশার কথা বললেতিনি হয়তো আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সে ফিরে আসতে পারতেন’, বলেন ব্যারিস্টার লিমা।

এছাড়া, লিমা আঞ্জুমান সমাজের একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রেক্ষাপটকে সামনে এনেছেননারীরা নির্যাতনের শিকার হলে সমাজ, আইন, প্রশাসন পাশে দাঁড়ায়। কিন্তু পুরুষ যখন মানসিক নির্যাতনের শিকার হন, তখন সেটা বলা বা বিচার চাওয়া তার জন্য লজ্জা বা ‘ইগোর’ বাধায় কঠিন হয়ে পড়ে।

‘পুরুষরা শারীরিকভাবে নয়, মানসিকভাবে বেশি নির্যাতিত হয়। প্রশ্ন হচ্ছেএই নির্যাতনটা কে করছে?’—এই প্রশ্ন তুলে ব্যারিস্টার লিমা বলেন, ‘একজন পুরুষ পারিবারিকভাবে দুইভাবে মানসিক নির্যাতনের শিকার হন। তার স্ত্রীর দ্বারা অথবা তার মায়ের দ্বারা। তো এই বিষয়টাতে আমাদের সবার অনেক বেশি সচেতন হবার সময় এখনই।’

পারিবারের সদস্যদের যত্ন করতে শেখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনি যখন আপনার পরিবারের মানুষগুলোকে যত্ন করবেন, তখন পরিবার সুন্দর হবে। আর পরিবার সুন্দর হলেই কিন্তু একটা সমাজ সুন্দর হয়ে যায়। সমাজ সুন্দর হলে জাতি এবং দেশ সুন্দর হয়। তাই সে জায়গা থেকে আমাদের সবার অনেক বেশি সচেতন হওয়া দরকার।’

 

সূত্র: https://www.facebook.com/share/v/16VFxoT8bq/

রাকিব

আরো পড়ুন  

×