
ছবি : সংগৃহীত
আবারও বড় পর্দায় ফিরছে বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। সিরিজের চতুর্থ কিস্তি ‘ধামাল ৪’-এ প্রধান চরিত্রে থাকছেন অজয় দেবগন। এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদে।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘টোটাল ধামাল’-এ প্রথমবার অংশ নিয়েছিলেন অজয়। এবারও নতুন কাহিনি, নতুন চরিত্র এবং পুরনো সেই হাস্যরসাত্মক ছন্দে ফিরছে এই কমেডি ছবি। নির্মাতারা জানিয়েছেন, আগের মতোই অ্যাকশন, কমেডি আর জমজমাট গানের সমন্বয়ে ভরা থাকবে এই কিস্তিও।
‘ধামাল ৪’-এ অজয়ের সঙ্গে থাকছেন পূর্বের পরিচিত মুখ রিতেশ দেশমুখ, আর্জাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র এবং জাভেদ জাফরি। পাশাপাশি, নতুন করে যুক্ত হয়েছেন সাঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর এবং রবি কিশন।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ছবির প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে মালশেজ ঘাটে। বর্তমানে দ্বিতীয় ধাপের শুটিং চলছে মুম্বাইয়ে।
প্রসঙ্গত, ‘ধামাল’ সিরিজের যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে। এরপর আসে ‘ডাবল ধামাল’ (২০১১) এবং ‘টোটাল ধামাল’ (২০১৯)। তৃতীয় ছবিতে অজয়ের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, ইশা গুপ্তা ও বোমান ইরানি।
‘ধামাল ৪’ প্রযোজনা করছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত এবং কুমার মঙ্গত পাঠক। প্রযোজনায় রয়েছে দেবগন ফিল্মস, টি-সিরিজ, মারুতি ইন্টারন্যাশনাল ও প্যানোরামা স্টুডিওজ।
এই ছবির পাশাপাশি অজয় ব্যস্ত রয়েছেন আরও দুটি বড় প্রজেক্টে। একটি হলো ‘সন অফ সরদার ২’, যেখানে তার সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, মৃণাল ঠাকুর ও জুহি চাওলা। অন্যদিকে, ‘দে দে প্যায়ার দে ২’ ছবিতে তিনি অভিনয় করছেন রাকুল প্রীত সিং ও আর মাধবনের সঙ্গে।
সা/ই