ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী লীগের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৫:৩০, ১৭ মে ২০২৫

আওয়ামী লীগের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

ছ‌বি: সংগৃহীত

বরিশাল-৫ (সদর) আসনের সাবেক এমপি ও বরিশাল মহানগরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছেন পুলিশ। 

শুক্রবার (১৬ মে) দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে শনিবার (১৭ মে) দুপুরে জেবুন্নেছা আফরোজের স্বজনরা জানিয়েছেন।
 
জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। 

২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য থাকাবস্থায় শওকত হোসেন হিরণ মৃত্যুবরন করলে জেবুন্নেছা আফরোজ উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় জেবুন্নেছা আফরোজকে আসামি করা হয়েছে।

আজ শনিবার দুপুরে ওই পরিবারের ঘনিষ্টজন অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছা আফরোজকে তার রাজধানীর বাসা থেকে ডিবি পুলিশ আটক করেছে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন।
 
বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমানের বলেন, জেবুন্নেছা আফরোজ আটক হয়েছে কিনা সে বিষয়ে এখনও রাজধানী থেকে আমাদেরকে কিছুই জানানো হয়নি।

এএইচএ

×