
মেধা, নিয়মিত উপস্থিতি এবং চার বছরের কোর্স ফি একসঙ্গে পরিশোধ করে শিক্ষায় শৃঙ্খলা ও দায়বোধের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পারফেক্ট পলিটেকনিক কলেজের তিন শিক্ষার্থী। এ অনন্য নজির গড়ায় কলেজ কর্তৃপক্ষ তাদেরকে সম্মাননা হিসেবে ল্যাপটপ উপহার দিয়েছে।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় কলেজ চত্বরে অভিভাবক সমাবেশ শেষে ল্যাপটপ বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—সাহান শেখ, তৌফিক হাসান ও সত্যেন্দ্রনাথ রায়।
পিস্টের সভাপতি ইঞ্জিনিয়ার সালেহা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জুলফিকার আলি জুয়েল, অধ্যক্ষ এড্রিয়াস অনিমেস বৈদ্য এবং পরিচালক আনফাল আহমেদ জিসান। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে প্রেরণাদায়ী বক্তব্য দেন এবং কলেজের সার্বিক অগ্রগতিতে সহযোগিতা কামনা করেন।
২০২১ সালে যাত্রা শুরু করা পারফেক্ট পলিটেকনিক কলেজ ২০২৩ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে। বর্তমানে কলেজটিতে সিভিল, কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল বিভাগে অর্ধশতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি কলেজের প্রতি আস্থা ও আগ্রহের পরিচায়ক হয়ে ওঠে। ল্যাপটপ পাওয়া শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দের ঝলক, অভিভাবকদের কণ্ঠে ছিল কৃতজ্ঞতা। কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই উদাহরণ ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
রাজু